পটুয়াখালীর বাউফলে পুকুরর পানিতে ডুবে মো. আরমান হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের মো. সাইদুল তালুকদারের শিশু ছেলে মো. আরমান হোসেন ঘরের পিছনে খেলা করছিল। এ সময় সবার অগোচরে ঘরের পিছনের পুকুরে সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে আরমানকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন। পরে আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম সহিদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ম.ফ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :