রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।
রোববার (২০ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট হাতে তুলে দেন সাংবাদিকরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ, এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, সহ-সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি আসজাদ হোসেন আজু, সহ-সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, দপ্তর সম্পাদক ও যমুনা টিভি প্রতিনিধি রুবেলুর রহমান, সদস্য যায়যায়দিন প্রতিনিধি কুদ্দুসুল আলম, সদস্য ও ভোরের কাগজ প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলন প্রমুখ।
এসময় পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ দায়িত্ব পালনকালে সকল সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

