AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যামব্রিয়ান কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৮ পিএম, ১৫ আগস্ট, ২০২৩
ক্যামব্রিয়ান কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অদ্য ১৫ আগস্ট ২০২৩ যথাযথ মর্যাদায় পালন করা হয়।

 

শোক দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

 

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য হাতের লেখা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদের অংকিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক চিত্র কর্মের সমন্বয়ে মনোজ্ঞ চিত্র প্রদশর্নী প্রতিষ্ঠানের হাজী শরীয়ত উল্লাহ প্যাভেলিয়নে আয়োজিত হয়।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম, সহযোগি অধ্যাপক আবু নাঈম মোস্তফা, কো-অর্ডিনেটর মো. ইউনুস আলী, সিনিয়র প্রভাষক মো. সাফোয়ান এহসান সোয়াদ প্রমূখ।
 

এ ছাড়াও উক্ত প্রদশর্নীতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূতি উপস্থিতি ক্ষুদে চিত্রকরদের দারুনভাবে উৎসাহিত করেছে।

একুশে সংবাদ/স ক  

Link copied!