শেরপুরের শ্রীবরদীতে পুলিশের অভিযানে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করলে পুলিশ অভিভাবকদের ছেড়ে দেয়।
এলাকাবাসীও পুলিশ জানান, রোববার (১৩) আগস্ট গভীর রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে খবর পেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ফোর্স নিয়ে সেখানে হাজির হয়। মেয়ের বয়স কম হওয়ায় অভিভাবকদের বিয়ে বন্ধ করতে বলে। এছাড়াও বাল্য বিয়ের কুফল সম্পর্কে সকলকে অভিহিত করেন। ওসির বক্তব্য শুনে মেয়ের অভিভাবক বিয়ে বন্ধ করে দেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা মেয়ের অভিভাবক।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :