রাজশাহীর তানোরে সাপের কামড়ে তিথি খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত তিথি খাতুন উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় সোনারপাড়া গ্রামের সোহাগ সোনারের মেয়ে।
বুধবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তিথি খাতুন তাদের ঘর ঝাড়ু দেওয়ার পরে বিশ্রাম করার জন্য শোয়ার ঘরে গিয়ে খাটে বসে পা নিচে দিয়ে ছিলেন।
এ অবস্থায় তার পায়ে বিষধর সাপ তাকে দংশন করে পালিয়ে যায়। এতে করে তিথি খাতুন অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিথি খাতুনকে মৃত ঘোষণা করেন। তিথি খাতুনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছে তিথির পিতা মাতাসহ স্বজনরা।
একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :