AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিপুরে নকল ফেনসিডিল কারখানার সন্ধান


হরিপুরে নকল ফেনসিডিল কারখানার সন্ধান

ঘুমের ট্যাবলেট, নেশা জাতীয় দ্রব্য ও চিনি গুলিয়ে তৈরি করা হয় নকল ফেনসিডিল। এরপর সেগুলো ভরা হয় পুরাতন ফেনসিডিলের বোতলে। মুখের ছিপি মেশিন দিয়ে আটকিয়ে বিক্রি করা হয় এলাকার উঠতি যুবকদের কাছে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে এ রকম একটি নকল ফেনসিডিল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

 

রোববার (৬ আগস্ট) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার পাঁচঘরিয়া মশালডাঙ্গী  গ্রামের বশিরউদ্দিন (৫০) এর বাড়িতে ওই নকল ফেন্সিডিলের কারখানায় অভিযান চালায় হরিপুর থানা পুলিশ।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বশিরউদ্দিন পালিয়ে যায়।

 

এ সময় নকল ফেনসিডিল, ফেনসিডিলের খালি বোতল, কর্ক, ফেনসিডিল তৈরির নানা সামগ্রী এবং ১ হাজার ২৫০ মিলি লিটার ভারতীয় লুজ ফেনসিডিল (জারকিন সহ) উদ্ধার করা হয়।

 

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন উদ্ধার কৃত মালামাল জব্দ করে  থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। আসামী ধরতে অভিযান অব্যাহত আছে

 

একুশে সংবাদ/আ.আ.প্র/জাহা

Link copied!