সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিন জন আহত হয়েছেন। আহতদের দুই জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (৫আগস্ট) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা উত্তর পাড়ার তরমুজ পাড়ার চার রাস্তার মোড়ে আমান উল্লাহ’র দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরহাওলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সোহেল রানা আওয়ামীলীগের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কয়েকজন মোটরসাইকেল নিয়ে তরমুজ পাড়ার আঞ্চলিক সড়কে অবস্থান করে। এর কিছুক্ষণ পর লাল মিয়া (ওরফে) লালুর ছেলে সবুজ মিয়া অটোরিক্সা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার জন্য সাইড দিতে বলে। এসময় সোহেলের সাথে থাকা মোটরসাইকেল চলে যায়। কিন্তু সোহেলের মোবাইল ফোনে কল আসার কারনে তার একটু দেরি হয় যেতে। এ ঘটনাকে
কেন্দ্র করে প্রথম দফায় হাতাহাতি হয় পরে উভয় পক্ষের মধ্যে মারামারি বাঁধলে উভয়পক্ষের তিন জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহতরা হলেন উপজেলার নগর হাওলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সোহেল রানা,একই গ্রামের লাল মিয়া (ওরফে) লালুর ছেলে সবুজ মিয়া ও রাকিবুল ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মিয়া বলেন, মোটরসাইকেল সাইড করার কথা বলতেই সোহেল ক্ষিপ্ত হয়ে প্রথমে হাতাহাতি শুরুহয় আমার ভাই রাকিবুল ফিরাতে আসলে তার উপরও ক্ষিপ্ত
হয়ে দোকান থেকে সুপারি কাটার সরতা এনে কুপ দেয় এতে আমার ভাই রাকিবুলে বাম হাতকেটে যায়। এর আগে সোহেলের সাথে আমার ভাই রাকিবুলের মোবাইল বিষয়ে দন্ধ ছিল সেই শত্রæতাকে কেন্দ্র করে আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার ওপর হামলা করে। আমি চিৎকার করলে আমার ভাই আসে, তার ওপরও হামলা করে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অপর পক্ষের আহত সোহেল রানার সাথে থাকা ইঞ্জিনিয়ার সুলতান আহম্মেদ বলেন, সোহেলসহ আমরা কয়েক জন আওয়ামীলীগের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হইছি কিন্তু ওই সময় সোহেলের ফোনে একটি কল আসে সোহেল কথা বলার সময় পিছন থেকে রিক্সা চালক সবুজ সাইড দেওয়ার কথা বলে সোহেলকে গালি দিলে সোহেল সবুজকে একটি থাপ্পর মারে এর পর সবুজ ও তার ভাই রাকিবুল ক্ষিপ্ত হয়ে সোহেলের ওপর হামলা করেছে এবং হাতুরি দিয়ে সোহেলের মাথায়
আঘাত করে। এর বেশি কিছু বলতে পারব না আমি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, দুই পক্ষের মারামারির বিষয়ে পুলিশ কিছুই জানেনা, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :