সাভারের আশুলিয়ায় অস্ত্র ও গুলিসহ প্রায় হাফ ডজন মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তজিবুর রহমান সরকার (৫৫) আশুলিয়ার তাজপুর এলাকার মৃত রজিউল্লাহ সরকারের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আহম্মেদ নয়ন জানান, আশুলিয়ার তাজপুরে নিজ বাড়ির পাশে রিকশা গ্যারেজে অস্ত্রসহ তজিবুর সরকার অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে একটি পিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার তজিবুর সরকার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে প্রায় হাফ ডজন মামলা রয়েছে। আজ দুপুরে আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
একুশেসংবাদ.কম/না.ক/বিএস
আপনার মতামত লিখুন :