কক্সবাজারের টেকনাফের রাজারছড়া এলাকার গহীন পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে নারী-শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পাচারকারীরা যৌথবাহিনীর দিকে পাহাড় থেকে গুলি ও পাথর ছুড়ে প্রতিরোধের চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে চারজন পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের আস্তানা থেকে দুইটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, টেকনাফ সীমান্ত ঘেঁষে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বাড়ছে। এসব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেকেই সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ অপহরণের শিকার হয়ে আস্তানায় আটকে রাখা হয়েছিল বলেও জানা যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

