ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদালতপাড়া এলাকার বউ সাজ বিউটি পার্লার-এ এ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাল নোট, পিস্তল ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে