নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রামের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পেট্রোল, ডিজেল, অকটেন ও মবিলভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় আনিসের তেলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী দানিস দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি দোকানে পেট্রোল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রাত আটটার দিকে হঠাৎ দোকানের পেছনে থাকা তেলের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এসময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা বের হয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় ২০–২৫টি ড্রাম বিস্ফোরিত হয় এবং পাশে থাকা একটি দুইতলা বাসার আংশিক অংশও পুড়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়ারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে গোডাউনের তেল ও মবিলভর্তি ড্রামসহ পুরো গোডাউন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে