কিশোরগঞ্জে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে যশোদল ইউনিয়নবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা: দীন মোহাম্মদ, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম নাটু, নিহত বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন, যুবলীগ নেতা সেকান্দর আলী, আব্দুল জব্বার কুয়েত প্রবাসী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম হেলাল, সদর উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বাচ্চু , নিহত বাদল রহমানের ছেলে আসফিুর রহমান শাহলি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবলিম্বে বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানান। মানববন্ধন শেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লখ্যে, গত রবিবার (৯ জুলাই) সকালে শোলাকিয়া ব্যাপারী বাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ এসে পুকুর থেকে সি আই পি বাদল রহমানের মরদেহ উদ্ধার করে। পরের দিন সোমবার (১০ জুলাই) বাদল রহমানের বড় ছেলে আসফিুর রহমান শাহীল কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেরকে আসামি করা হয়।
একুশেসংবাদ.কম/আ.র.ভূ/বিএস
আপনার মতামত লিখুন :