কিশোরগঞ্জে শহীদ খায়রুল স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) কিশোরগঞ্জের শহীদ খায়রুল স্মৃতি সংসদ প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করা হয়।
এই উপলক্ষে শহীদ খায়রুল স্মৃতি সংসদের সভাপতি এ.কে নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম.এ গনি, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আ.ন.ম নৌশাদ খান, গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, শহীদ খায়রুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম.এ হাসান বাবুল, রুহুল হোসাইন ও সাদেকুল ইসলাম তালুকদার প্রমুখ।
শেষে সংসদ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :