AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসক্রিম তৈরির কারখানা সিলগালা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৮:৪১ পিএম, ১৯ জুন, ২০২৩
আইসক্রিম তৈরির কারখানা সিলগালা

বাগেরহাটে বিএসটিআইর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযান পারিচলনা করা হয়। এসময় নিউ ভিভো আইসক্রিম কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা দেওয়া হয়।

 

সোমবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিউ ভিভো আইসক্রিম নামের একটি কারখানায় বিএসটিআইর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ক্যামিকেল দিয়ে তৈরী করা বিপুল পরিমান আইসক্রিম ও আইসক্রিম তৈরির মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

 

এসময় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ও অনুমোদনহীন আইসক্রিম ও এবং প্রতিষ্টানটিকে সিলগালা করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলসহ র‍্যাবের সদস্যরা।তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

 

একুশে সংবাদ/শ.স.প্র/জাহা

Link copied!