লালমনিরহাটের আদিতমারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিল ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) থানার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ফেনসিডিল ও বহনকারী মোটরসাইকেল আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আদিতমারী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে ওসি মোঃ মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই মিজানুর রহমান একটি চৌকস টিমকে সাথে নিয়ে মহিষখোচা ইউপির চন্ডিমারী এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দা রুহুল আমিনের বাড়ীর পাশ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক বহনকারী একটি মোটর সাইকেল জব্দ করে। আর মাদক কারবারীরা পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ৯৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর মাদক ও মটরসাইকেল রেখে পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আদিতমারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ.কম/জা.ব.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

