AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদকসহ ৪ কারবারি আটক সিএনজি জব্দ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফেণী
০৮:৫৪ পিএম, ১১ এপ্রিল, ২০২৩

মাদকসহ ৪ কারবারি আটক সিএনজি জব্দ

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প কর্তৃক ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী সদর হাসপাতাল মোড়ে অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল ও ১০কেজি গাঁজা উদ্ধারসহ ৪জন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় অপারেশন ডিউটি করাকালে গোপন সংবাদে মাদকদ্রব্য বহন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে ছাগলনাইয়া হইতে ফেনীর দিকে নিয়া আসিতেছে। উক্ত তথ্যে আভিযানিক দল  আসামিদের আটক করে।

 

র‍্যাব সূত্রে জানা যায়, দুপুর ১ টায় ছাগলনাইয়া হইতে ফেনীগামী পাকাসড়কের ফেনী সদর হাসপাতাল মোড়স্থ চেকপোষ্টে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত সিএনজিটিসহ গাড়ীতে থাকা ১ জন মহিলাসহ মোট ৪ জন ব্যক্তিকে ধৃত করিতে সক্ষম হয়।

 

ধৃত আসামীরা হলেন- আমজাদ হোসেন (৩০), মোঃ আসাদ (৩০), মুক্তা বেগম (৩০) ও মোঃ মহিউদ্দিন (৩০)।

 

জিজ্ঞাসাবাদ ও সিএনজি তল্লাশীতে ৯৮ বোতল প্লাস্টিকের ফেন্সিডিলের বোতল ও ১০ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হইতে স্বল্প মূল্যে ক্রয় করিয়া পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২লক্ষ টাকা।

 

আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী  মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/ম.ম.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!