AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁ আইনজীবী সহকারী সমিতির সভাপতি সিদ্দিক, সম্পাদক লিটন


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৯:২৪ পিএম, ৩১ মার্চ, ২০২৩

নওগাঁ আইনজীবী সহকারী সমিতির সভাপতি সিদ্দিক, সম্পাদক লিটন

নওগাঁ আইনজীবী সহকারী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে আবু বকর সিদ্দিক  সভাপতি ও মাজেদুর রহমান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়।

 

উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনে ৫০০ জন ভোটারের মধ্যে ৪৮৬ জন তাদের ভোটাধিকার প্র্য়োগ করেন। ভোট গনণা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির  নির্বাচন  কমিশনার এ্যাড. খোদাদাদ খান পিটু ফলাফল ঘোষণা করেন।

 

এতে সভাপতি পদে আবু বকর সিদ্দিক৩৬৪ ভোট সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লিটন ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  এছাড়া সহ সভাপতি  আব্দুল লতিফ তরফদার, আঃ বারী-২, সহ সাধারণ সম্পাদক প্রশাসন রাহেনুল ইসলাম খান রনি, সহ-সাধারণ সম্পাদক দপ্তর আব্দুর  রহিম, সাংগঠনিক সম্পাদক তৈমুর আলী সরদার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডি,এম ফিরোজ হোসেন, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম ও আপ্যায়ন সম্পাদক আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া, এর আগে বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হয়েছেন সদস্য পদে আনোয়ার জাহিদ, হাফিজুর রহমান,  হামিদুর রহমান পলাশ, মাসুদ রানা,  সোহাগ হোসেন, রায়হান আলী খান ছোটন। নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড খোদাদাদ খান পিটু ও প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক -৩।

 

একুশে সংবাদ/এসএপি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!