AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে দুই যুবককে ছুরিকাঘাত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:২৫ পিএম, ২৮ মার্চ, ২০২৩

যশোরে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে দুই যুবককে ছুরিকাঘাত

প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন শেষে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের দুই যুবককে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্বরা। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলো যশোর সদরের বেজপাড়া বিহারী কলোনী এলকার কুদ্দুস আলীর ছেলে এনাম হোসেন (২২) ও মৃত বাবু হোসেনের ছেলে নাসির উদ্দীন (২৬)। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বেজপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত নাসির উদ্দীন জানান, তিনি ও এনাম দীর্ঘ ১০ বছর ধরে শহরের মনিহার রোডস্থ ফাহিম ইন্টারন্যাশনাল মোটর পার্টসের দোকানে চাকরি করতেন। বেতন বাড়াতে অনুরোধ করলে মালিক তাদের দু’জনকে চোর অপবাদ দিয়ে সম্প্রতি চাকরি থেকে বিতাড়িত করেছেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা আদায় করেন।

 

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকালে দোকান মালিক ফাহিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে বেজপাড়া কবরস্থানের সামনে এসে পৌঁছালে ফাহিম পক্ষের চার/পাঁচ যুবক দুই মোটরসাইকেল যোগে এসে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহতদের চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

একুশে সংবাদ/এসএপি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!