আগামী ২২ মার্চ ভূমিহীনদের মাঝে মুজিব শতবর্ষের ঘর বিতরন হবে। এ উপলক্ষে আজ সোমবার কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে সংবাদ সম্মেলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়। গণমাধ্যম কর্মী নজরুল ইসলাম (মানব জমিন),কাজী মৃদুল (দৈনিক কালের কন্ঠ), সুব্রত কুমার (আজকের পত্রিকা),মঈন উদ্দিন (আমার সংবাদ),আব্দুল্লা বাশার( বীর জনতা) ও জামাল উদ্দিন।
তিনি বলেন, এ উপজেলায় এর আগে তিন ধাপে ভুমিহীনদের মাঝে ১৭৯ টি ঘর বিতরন করা হয়। আগামী ২২ মার্চ বিতরন করা হবে ৪ র্থ ধাপের ঘর বিতরন। এবার ২১ টি ঘর দেয়া হবে ভুমিহীনদের মাঝে।
অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি কামনা করেন। এছাড়া সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
একুশে সংবাদ.কম/স.ক.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :