র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোরশেদ (২৬)–কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮ সদর ব্যাটালিয়নের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি থানার বেল্লাল টি অ্যান্ড ফ্রেশি জুসের সামনে অভিযান চালিয়ে নিয়াজ মোরশেদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিয়াজ মোরশেদ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মামলার বাদী মোসাঃ আহানারা বেগম (৬০)–এর ভাই আবুল বাশার ওরফে আবু বেপারী সুবিদখালী বাজারে ‘মেসার্স আল্লাহর দান ট্রেডার্স’-এর মালিক এবং এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর ছেলে আব্দুল্লাহ আল আবিদ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি ২য় বর্ষের শিক্ষার্থী।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে দোকানে বসে থাকা অবস্থায় নিয়াজসহ আসামিরা আবিদকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। পরে ২৭ সেপ্টেম্বর বিকালে আবিদের বাসায় গিয়ে আসামিরা ১ লাখ টাকা জোরপূর্বক আদায় করে এবং সোকেজ ভেঙে প্রায় ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা) নিয়ে যায়। এ সময় আবিদ ও তার বোন সাফাকে মারধর করা হয়।
এ ঘটনায় পরবর্তীতে বাদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে নিয়াজ মোরশেদ পলাতক ছিলেন। অবশেষে র্যাব-৮-এর অভিযানে সে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
একুশে সংবাদ/এ.জে