AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১৯২ পরিবার


জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১৯২ পরিবার

মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের সেমি পাকা ঘর পাচ্ছে আরো ১৯২ ভূমি ও গৃহহীন পরিবার।

 

আগামী বুধবার (২২ মার্চ) উপকারভোগী পরিবারের মধ্যে ১১৭ টি পরিবারের নিকট গৃহসমুহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে এসব ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

জানা গেছে, জুড়ী উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৭৩টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৮১  টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের  ৪র্থ পর্যায়ে নির্মিত ১৯২টি‍‍`র মধ্যে  ১১৭টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ১৯২ টি গৃহের মধ্যে ১১৭ টি গৃহের হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই লক্ষে নির্মাণ কাজের সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।  

 

সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের  পাকা ঘর গুলোর নির্মাণ কাজ সব সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। দৃষ্টিনন্দন ঘরগুলো এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়।

 

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে মোট ১৯২ টি গৃহের মধ্যে  ১১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০২:৩৬ পিএম, ৩১ মার্চ, ২০২৩ মৌলভীবাজার প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪৮ মেধাবী শিক্ষার্থী
  2. ০৯:১৭ পিএম, ২৯ মার্চ, ২০২৩ জুড়ীতে নদী ভাঙনের কবলে সড়ক, দ্রুত সংস্কারের দাবি
  3. ০৭:১৮ পিএম, ২৯ মার্চ, ২০২৩ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ উদ্বোধন
  4. ০৬:৫৪ পিএম, ২৫ মার্চ, ২০২৩ গণহত্যা দিবস উপলক্ষে জুড়ীতে আলোচনা সভা
  5. ০৬:৫০ পিএম, ২২ মার্চ, ২০২৩ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
  6. ০১:৩২ পিএম, ২২ মার্চ, ২০২৩ উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমন
  7. ০৫:৫৬ পিএম, ১৯ মার্চ, ২০২৩ জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১৯২ পরিবার
  8. ০১:৫১ পিএম, ১৯ মার্চ, ২০২৩ কমলগঞ্জে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ২
  9. ১০:৪৮ পিএম, ১৮ মার্চ, ২০২৩ সাংবাদিকদের তথ্য দিতে নারাজ জনস্বাস্থ্য কর্মকর্তা শফিক
  10. ০৫:৫০ পিএম, ১৪ মার্চ, ২০২৩ পাথারিয়া সংরক্ষিত বনে আগুন, ব্যবস্থা নিতে বন মন্ত্রীর নির্দেশ
  11. ০১:৫৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Link copied!