AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে হতাহত ৩


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:০১ পিএম, ১৩ মার্চ, ২০২৩

যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে হতাহত ৩

যশোরের নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী ইউনিয়নের হাড়িখালি নামক স্থানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরো দুই জন আহত হয়েছে। ঘটনাস্থলে নিহত আশরাফুল আলম (১৯) শার্শার আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

 

সোমবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে নাভারণ হাড়িখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেট কারে থেকে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত আশরাফুলকে মৃত বলে ঘোষনা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই প্রাইভেট চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ইনচার্য আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সকাল সাড়ে ১১টার সময় উলাশীর হাড়িখালী নামক স্থানে ঢাকা মেট্রো-ট-১২-২২১৭ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থল একজন নিহত হয়। সাথে থাকা অপর দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

 

একুশে সংবাদ/এসএপি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!