নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চার তলা ভবনের শুভ উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ই ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন মিয়া প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
একুশে সংবাদ.কম/সা.হো/বি.এস