AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গরুর খামার করে সফল সাইফুল



গরুর খামার করে সফল সাইফুল

কথায় আছে অদম্য ইচ্ছা শক্তি মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে নিয়ে যায়। কাড়ি কাড়ি অলস টাকা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে সফলতার ধারে যাওয়া যায় না। তাই মেধা আর প্রবল ইচ্ছাই মানুষকে তার স্বপ্নের বাস্তব সিঁড়িতে নিয়ে যায়।

ঝালকাঠির রাজাপুরে উত্তর মনোহারপুর এলকার মৃত ফয়জুল হকের ছেলে সাইফুল ইসলাম। একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন উচ্চশিক্ষিত হয়েও চাকরি না করে সফল গরুর খামারি হয়েছেন তিনি।

তিনি জানান, আমি ঢাকায় দুই হাজার আট সালের দিকে একটি কোচিং সেন্টারে শিক্ষাকতা করি হঠাৎ করে আমার বাবা মারা যাওয়াতে ঢাকা থেকে গ্রামে চলে আসি। পরে একটি টাইলসের দোকান দেই। ২০১১ সালের দিকে টাইলস ব্যবসায় মন্দা দেখা দেয়। তখন আমি এই গরুর খামার দেই।

এখন আমার খামারে ৭টি গরু রয়েছে তার মধ্যে ৪টি গরু কুরবানীর ঈদে বিক্রয়ের জন প্রস্তুত আছে।

উপজেলা প্রাণিসম্পাদের কর্মকর্তা বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে সার্বক্ষণিক তদারকিসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তার এমন উদ্যোগ দেখে স্থানীয় যুবকরা আগ্রহী হবেন বলে মনে করেন এ কর্মকর্তা।
 

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

Shwapno
Link copied!