AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়



জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জরুরি জীবিকায়ন সহায়তা কার্যক্রমের আওতায় কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সি.এন.আর.এস) বাস্তবায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউ.এফ.পি) সহযোগিতায় এবং ইউরোপীয়ন ইউনিয়নের (ই.ইউ) অর্থায়নে মঙ্গলবার (১৩ মে) পশ্চিম বাছিরপুর স্কুলটিলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্যা আক্রান্ত পরিবারকে আয় বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে ও দক্ষতা উন্নয়ন করে জীবিকায়ন সক্রিয় করণে সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ২৭ জন উপকারভোগীর মধ্যে ২০ হাজার টাকা করে মোট ২ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়। প্রকল্পের সফল ১২ জন উপকারভোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মকছুদ আজাদ, সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা  ডাঃ মোঃ আল শাহরিয়ার, জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমান , সিএনআরএস এর ট্রেনিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন তালুকদার, সিএনআরএস এর ফিল্ড মবিলাইজার সাবিত্রী চৌহান, স্বপন কুমার নাইডু, মোঃ ফারুক মিয়া, তালেব উদ্দিন, পুলক তালুকদার, মুন্নি দাস, উপকারভোগী লিপি রানী বিশ্বাস, হাজেরা বেগম।

 

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!