“রাজপথে তরুণ, ফ্যাসিবাদ শেষ, চলো গড়ি নতুন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৪ মে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে মান্দা উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শফিউল আজম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম গুলজার এবং নূর আলম শিপলু।
সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম, তালহা-জোবায়ের, শামীম হোসেন, সদস্য জুয়েল রানা এবং আব্দুল ওহাব প্রমুখ।
সভায় স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে