AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাশিয়ানীতে অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
১১:৩৯ এএম, ২৮ জানুয়ারি, ২০২৩

কাশিয়ানীতে অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ মো. ইসলাম মোল্লা (৪০) নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটিয়াপাড়া আলম মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত মো. ইসলাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামের আকরাম মোল্লার ছেলে।

 

শুক্রবার ২৭ জানুয়ারি উদ্ধাকৃত আলামত ও আটক আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করে র‍্যাব-৬। এ ব্যাপারে র‍্যাব-৬ এর ডিএডি আব্দুল রহিম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করে।

 

কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার দেওয়ান সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার বরাদ দিয়ে কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার দেওয়ান সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর সংলগ্ন আলম মার্কেটের সামনে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. ইসলাম মোল্লাকে আটক করে র‍্যাব-৬ এর একটি দল। পরে তার তার তথ্য মতে বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ বরাশুর বালির চাতালের বটগাছ সংলগ্ন পাটকাঠির স্তূপ থেকে ৫০০ পিস ইয়াবা, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব।

 

তিনি আরও জানান, কাশিয়ানী থানায় র‍্যাবের এজাহারের প্রাপ্তিতে মামলা রুজু করে শুক্রবার দুপুর আড়াইটার দিকে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

একুশে সংবাদ.কম/মু.হ.জা/জাহাঙ্গীর

Shwapno
Link copied!