ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, কোন অন্যায়কে বিন্দু পরিমাণ ছাড় দেব না। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বলছি কোন অন্যায়কে আমি প্রশয় দেবো না এবং কোন অন্যায়ে কেউ যদি আমার নাম ব্যবহার করে তাহলে আপনারা আমাকে জানাতে পারবেন। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাযের আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে দুধ কুমড়া গ্রামের মৌলানা রাহাত উল্লাহ জামে মসজিদে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, আনোয়ারা থানার অফিসার ইনর্চাজ মির্জা মোহাম্মদ হাছান, ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ, ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী প্রমূখ।
একুশে সংবাদ.কম/এ.এ.সা.প্রতি/সা’দ