নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুশা গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে ২ নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য আবু হারেছ ইন্তেকাল করেছেন ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ২.০০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দীর্ঘ দিন যাবত ডায়বেটিস ও স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজা নামাজ মরহুমের নিজ বাড়ি দীঘলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
জানাজায় কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, অধ্যাপক মানিকউজ্জামান মানিক, বীর মুক্তিযোদ্ধা গণ সহ এলাকার ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মৃত্যু কালে তিনি মা, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ.কম/আ.গো.প্রতি/সা’দ