দীর্ঘবছর ধরে সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত ০.৫০ একর ১ম শ্রেণির জমি একটি প্রতিষ্ঠানের দখলসত্ত্ব হিসেবে ভোগ করে। কর্ণফুলী নদীর তীরবর্তী কাপ্তাই চট্টগ্রাম প্রধান সড়কের পার্শ্বস্থে জমিটি।
কাগজে রেকর্ডভুক্ত পত্রাদি পর্যবেক্ষণ করে ইউএনও এই ভূমির অনুসন্ধান করেন। পরবর্তীতে গত বুধবার এসিল্যান্ড অফিসের কানুনগো, সার্ভেয়ার, হেডম্যানসহ সরেজমিনে গিয়ে উক্ত ভূমি চিহ্নিত ও পরিমাপ করে সাইনবোর্ড দিয়ে সরকারের আয়ত্তে নিয়ে আসেন। উদ্ধারকৃত ভুমির বর্তমান বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
উল্লেখ্য, কাপ্তাই উপজেলা ইউএনও মুনতাসির জাহান বিভিন্ন মৌজায় আনুমানিক ২৪ কোটি টাকা বাজারমূল্যের প্রায় ৯ একর খাসজমি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তম্মধ্যে ৯৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে পরিবার প্রতি ২ শতাংশ হারে বন্দোবস্তিসহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ন প্রকল্পাধীন একক গৃহ নির্মাণ করে দিয়েছেন।
ইউএনও মুনতাসীর জাহান বলেন, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ রক্ষা করা তার প্রধান দায়িত্ব। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সকল সরকারি কর্মকর্তা নিরলসভাবে কাজ করছেন। অতএব অবৈধ দখল পুনরুদ্ধারের জন্য এবং সরকারি সম্পত্তি সরকারের আয়ত্তে আনাই আমার বলা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
একুশে সংবাদ.কম/নি.চা.প্রতি/সা’দ
আপনার মতামত লিখুন :