AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক কর কমিশনার সুলতানের বিরুদ্ধে তদন্ত শুরু


Ekushey Sangbad
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৪:৫৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩
সাবেক কর কমিশনার সুলতানের বিরুদ্ধে তদন্ত শুরু

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবীতে দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তদন্ত কমিটির আহবায়ক রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমানাধী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

২০২২ সালের ২৭ জুলাই বীর মুক্তিযোদ্ধা তোসাদ্দেক হোসেনের দায়েরকৃত সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহবায়ক এ চিঠি প্রদান করেন।

 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা মজুমদার বাড়ির মৃত.আলী আহম্মদ মজুমদারের ছেলে সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে  নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে বেশ কয়েক বছর থেকে সরকারি ভাতা ও সকল সুবিদা ভোগ করে আসছে। কিন্তু হঠাৎ ২০২২ সালে তোসাদ্দেক হোসেন নামের এক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের গেজেট বাতিলের দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জানুয়ারী (সোমবার) দুপুরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ ভারতীয় তালিকা ফটোকপি, লাল মুক্তি বার্তার কপি, প্রধানমন্ত্রী কতৃক স্বাক্ষরিত সনদ, যুদ্ধকালীন সময়ে তিনজন সহকর্মী মুক্তিযোদ্ধার নাম, প্রশিক্ষন গ্রহনের স্থান সময়কাল, সেক্টর নাস্বার ও কমান্ডারের নাম, বিসিএস গেজেট এবং বেসামরিক গেজেটের কাগজপত্র ও প্রমানাধী নিয়ে উপস্থিত থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

 

এ ব্যাপারে সাবেক কর কমিশনারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

রামগঞ্জ উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন জানান, সাবেক কর কমশিনার মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ কখন কোথায় যুদ্ধ করেছে তা আমাদের জানা নেই। মোট কথা সে রামগঞ্জে আমাদের সাথে কোথাও যুদ্ধে অংশগ্রহন করেননি। কিসের ভিত্তিতে উনি গেজেটভূক্ত হয়েছেন তাও আমি জানি না।

 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক উম্মে হাবীবা মীরা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জানুয়ারী প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে সুলতান মাহমুদকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

 

একুশে সংবাদ/ছা.হো.প্রতি/এসএপি
 

Link copied!