AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনাতলা পিটিআই বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,দিনাজপুর
০৩:৪৪ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২২
সোনাতলা পিটিআই বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বগুড়া সোনাতলা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ পিটিআই হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা, বগুড়া এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের এর আয়োজন করা হয়।

 

পিটিআই সুপারিনটেনডেন্ট মোসাম্মৎ নার্গিস আখতার এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ ইকবাল রাজ্জাক সিদ্দিকী, ইন্সট্রাক্টর (সাধারণ) আবুল কাশেম,  ইন্সট্রাক্টর (সাধারণ) মঞ্জুর মোর্শেদ এবং অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ।

 

আলোচনা সভায় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন- ১৪ ডিসেম্বর বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তান এবং তাদের সহযোগীরা কাপুরুষের পরিচয় দিয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে তারা আমাদের জাতিকে মেধাশূণ্য করে দিতে চেয়েছিলো। কিন্তু তা পারেনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা লাখো বুদ্ধিজীবী পাবো এ বিশ্বাস রাখি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করছেন বলেও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন।

 

অতিথিবৃন্দের বক্তব্য শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/শা.হো.প্রতি/পলাশ

Link copied!