খাগড়াছড়ির গুইমারার তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ২ জন ও গুরুতর আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ রাজু (৩৫) ও আবদুল কাদেরের ছেলে মো. ইলিয়াছ (৩৬)। তারা উভয়ে শ্রমিক ছিলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকাল আনুমানিক ৭টার দিকে ট্রাকটি গাছ নিয়ে মানিকছড়ি উদ্দেশে রওয়ানা করে। কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা টার্নিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ওয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে গিয়ে ঘটনাস্থলে ২ জন মারা যায়।”
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ.কম/জা.হা
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
