AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে জাতীয় শোক দিবস পালিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া
০৬:৪৪ পিএম, ১৫ আগস্ট, ২০২২
মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) সোমবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাক অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভ‚মি) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, পোড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু। 

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় এসময়ে জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিব বিশ্বাস,ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল,প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে এতিমদের মাঝে খাওয়ার বিতরণ, ধর্মীয় উপার্সনালয়ে দোয়া মাহফিল করা হয়।

 

 

 

একুশে সংবাদ/আ.ম/এস.আই 

Link copied!