দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩৫) এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ড মৃত মকবুল হোসেনের ছেলে।
সোমবার (১৬ মে) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নয়াপাড়ায় সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা কালে রাজন মিয়া নামের একজনের দেহ তল্লাশি করলে তার পরিহিত ট্যাউজারের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তার সাথে থাকা আরও একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে অপর সহযোগী রাজু সহ ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে মঙ্গলবার (১৭ মে) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদকম/ম.ম.জা.হা