AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক কারবারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তাসহ আহত ৪


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
০৮:৪৯ পিএম, ১৩ মে, ২০২২

মাদক কারবারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তাসহ আহত ৪


লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুড়ির আঘাতে পুলিশের দুই এ.এস.আইসহ চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ৯.৩০ এর দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় মহিপুর-কাকিনা সড়কের উপর কালিগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করছিলো।এসময় ঢাকা মেট্রো গ ১১-৫১১২ নাম্বারের একটি গাড়ি কাকিনা থেকে রংপুরের দিকে যাচ্ছিল।গাড়িটি থামিয়ে পুলিশ তল্লাশি চালানোর চেষ্টা করলে গাড়ির চালক ও তার এক সহযোগী প্রাইভেটকার থেকে বের হয়ে এলোপাতাড়িভাবে চাকু মারা শুরু করে । 


এ সময় তাদের চাকুর আঘাতে কালিগঞ্জ থানা পুলিশের এ.এস.আই মোঃ শাহজাহান এবং এ.এস.আই মোঃ মমতাজ আহত হয়। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয়রা পুলিশকে সহায়তার জন্য এগিয়ে আসলে চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের পুত্র মোঃ মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল খালেক মাদক কারবারীদের ছুড়ির আঘাতে আহত হয়।পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।


এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। 


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন,দুই পুলিশ কর্মকর্তা ও দুই পথচারী মাদক কারবারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

 

একুশেসংবাদ.কম/জা.বা/জা
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!