AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৮:১৪ পিএম, ১১ মে, ২০২২

কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে

বুধবার (১১ মে) দুপুরে মোটর সাইকেল চুরির ৪৬ মামলার আসামী ও পৌর কাউন্সিলর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।

 

আজ জেলা কারাগার থেকে তাকে পীরগঞ্জ থানায় আনা হয়। এর আগে পুলিশ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে মঙ্গলবার শুনানি শেষে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলাউদ্দীন।

 

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদে তারাবী নামাজের সময় মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা মোটর সাইকেল চোর ও রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক। তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই শত শত মানুষ মসজিদ এলাকায় এসে সমবেত হয়। জনতা তাকে মারপিট করে এবং এক পর্যায়ে মেরে ফেলতে উদ্দত হয়।

 

খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জনতা কোন কথা না শুনে রাজ্জাককে তাদের হাতে তুলে দিতে শ্লোগান দিতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে রাজ্জাককে জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

থানায় রাজ্জাকের বিরুদ্ধে চুরি মামলা করে পরদিন ১৭ এপ্রিল তাকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায় রাজ্জাকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৪৬টি মোটর সাইকেল চুরি মামলা রয়েছে। মোটর সাইকেল চুরির তথ্য জানতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পীরগঞ্জ থানা পুলিশ।

 

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/লা.লি/জা

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!