চুয়াডাঙ্গা প্রতিনিধি: মেয়ের প্রথম স্বামীর ধারালো হাঁসুয়ার কোপে রক্তাক্ত জখম হয়েছে শাহিদা খাতুন (৪৫) নামের এক নারী।
শনিবার(২২ জানুয়ারী) রাত ৯ টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মাদ্রাসা পাড়ায় এই ঘটনা ঘটে।
আহত শাহিদা খাতুনের স্বামী মিজানুর রহমান বলেন,প্রায় ১৫ বছর আগে তার কন্যা রুপভান খাতুনের ও যশোর জেলার মোহাম্মদ পুর গ্রামের তরিকুল ইসলাম এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই ছিলো। দুজনের মধ্যে বনাবনি না হওয়ার কারনে গত পাঁচ মাস আগে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়।
বিবাহ বিচ্ছেদের পর থেকে আমার মেয়ে আমাদের কাছেই থাকতো। সম্প্রতি আমার মেয়ে কে অন্যত্র বিয়ে দিই। বিয়ের খবর পেয়ে শনিবার রাতে গোপনে আমাদের বাড়িতে আসে তরিকুল। মেয়েকে না পেয়ে আমার স্ত্রী কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার স্ত্রী কে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোর্তুজা আহসান জানান, শাহিদার হাত ও মাথায় ধারালো অস্ত্রের চিহ্ন আছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘কুপিয়ে আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’
একুশে সংবাদ/আহম্মেদ নিলয়/এইচআই.



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

