নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি" প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহযোগিতায় এবং ল্যাম্ব- এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন এর বাস্তবায়নে এ দিবস পালন করা হয় ।
এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয়- ছিল নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি । নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা এবং নারী অধিকার আদায়ে পুরুষ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করা।
এসময় উপজেলার গরীবপাড়া কমিউনিটি ক্লিনিক এর সিএসসিপি মোছাঃ আসমাউল হোসনা, পুুটিমারা ইউনিয়ন পরিষদের সচিব উদয় চন্দ্র রায়, কমিউনিটি পর্যায়ে ল্যাম্ব-এসিটি প্রজেক্ট-এর টেকনিক্যাল অফিসার, জয় ইউলিয়াম হাঁসদা ও সঞ্চালক মানিক রায়, কমিউনিটি লিডার, স্বাস্থ্যকর্মী, কিশোরী ও প্রজেক্ট স্টাফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ সোব/ হাফিজ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

