AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে স্থগিত ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহন ২৪ নভেম্বর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৪:২২ পিএম, ২০ নভেম্বর, ২০২১
ফরিদপুরে স্থগিত ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহন ২৪ নভেম্বর

প্রতিকী ছবি

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর ঐ ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী সমান ভোট পান।


ফুলসুতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) এবং আনোয়ার হোসেন (ফুটবল প্রতীক) সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে দেখা যায় তারা দুজনই ৩২৪ করে ভোট পেয়েছেন। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর আখতার। 

রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর আখতার বলেন, আগামী ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাধারণ সদস্য পদে ফুলসূতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কেন্দ্র কাউয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


একুশে সংবাদ/আল-আমিন
 

Link copied!