AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে সংবাদকর্মীর উপর হামলায় আদালতে মামলা পিবিআইকে তদন্তভার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২১
নরসিংদীতে সংবাদকর্মীর উপর হামলায় আদালতে মামলা পিবিআইকে তদন্তভার

নরসিংদীতে গত ১১ ই সেপ্টেম্বর সংবাদকর্মী রুদ্র সংবাদ কালেকশন করতে বের হলে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে সংবাদকর্মীর উপর অতর্কিত হামলা চালায়। এতে সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্র ব্যাপক আহত হয়।

খোঁজ নিয়ে জানা যায় যে, নরসিংদীর রায়পুরা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের বিরুদ্ধে থানায় ফরিদা ইয়াছমিন ডলি কর্তৃক জি.ডি এবং তার বক্তব্যের উপর ভিত্তি করে গত ৫ ই সেপ্টেম্বর সংবাদ কর্মী রুদ্র সংবাদ প্রকাশ করায় সেই সংবাদের জের ধরে অনলাইন ও দৈনিক জাতীয় পত্রিকা লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রুদ্র কে প্রথমে হুমকি দিলেও ১১ ই সেপ্টেম্বর তার উপর বিতর্কিত হামলা চালানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন এবং সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দা, লাঠি, ছোরা, লোহার রড, পাওয়ারলুমের মাইরের কাঠ ইত্যাদি মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংবাদকর্মী রুদ্রকে নরসিংদী সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় একা পেয়ে কিছু বলার আগেই এলোপাথারী মারপিট শুরু করে। 

আসামীরা লোহার রড দিয়ে সংবাদকর্মী রুদ্র এর বাম হাতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। অন্যান্য সকল আসামীগণ সংবাদকর্মীকে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মেরে সারা শরীরে নীলাফুলা জখম করে। 

এছাড়া আসামীরা সংবাদকর্মীর হাতে থাকা ২টি ক্যামেরা সহ ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা ও পকেটে থাকা ৯ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। সংবাদকর্মীর ডাক চিৎকারে আশে পাশের সাক্ষীগন ঘটনাস্থলে আসলে আসামীগন দ্রুত চলে যায়। পরবর্তীতে সাক্ষীগণ সংবাদকর্মীকে মারাত্মক আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

বর্তমানে সংবাদকর্মী রুদ্র অনেকটা সুস্থ হলেও চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় তার উপর আবারো ভয়ংকর হামলা হতে পারে।

এদিকে আজ ১২ ই সেপ্টেম্বর সিনিয়র সাংবাদিকদের পরামর্শে সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্র নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলাটি নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসা: ফৌজিয়া হাফছা পিবিআই পুলিশের উপর ন্যস্ত করেন। সংবাদকর্মী রুদ্র পিবিআই পুলিশের নিকট ন্যায় বিচার আশা করেন।


একুশে সংবাদ/রুদ্র/আরিফ

Link copied!