AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে বিভিন্ন খুঁটিতে লেমিনেট করা কাগজে লিখা বিভিন্ন দুরূদ 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:২০ পিএম, ১০ জুন, ২০২১

মদনে বিভিন্ন খুঁটিতে লেমিনেট করা কাগজে লিখা বিভিন্ন দুরূদ 

নেত্রকোনার মদন পৌর এলাকার সাধারণ মানুষের চোখে পড়ছে বিভিন্ন খুঁটিতে বা গাছে ঝুলানো লেমিনেট করা কাগজে লিখা নানা দুরুদ। মঙ্গলবার সকাল থেকেই পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে লা-ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লা, আলহামদুলিল্লাহ সহ নানা দুরূদ লিখা প্লে কার্ডের মতো কাগজগুলো চোখে পড়ছে সবার। তবে কে বা কারা লাগিয়েছে তা কেউ বলতে পারছেন না। কিন্তু যারাই একবার দেখছেন তারা পড়ে নিচ্ছেন। সেইসাথে কারা কি উদ্যেশ্যে ঝুলিয়েছেন এ নিয়ে একে অপরকে প্রশ্নও করছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ব্রীজের মাথায়, বিভিন্ন মোড়সহ খালিয়াজুরী প্রধান সড়কের বেশ কিছু গাছে এবং বৈদ্যুতিক পিলারে ঝুলানো রয়েছে এসকল দুরূদ লিখা লেমিনেট করা কাগজ। 

ওই এলাকার পৌরবাসিন্ধা আলতু মিয়া, রাজালী, আমির হামজা, সাইদুর রহমান সহ অনেকেই বলছেন আমরা লিখাগুলো দেখছি সকাল থেকেই। কিন্তু কে বা কারা কি উদ্যেশ্যে লাগিয়েছে তা জানতে চাইছি অনেকের কাছে কিন্তু কেউই বলতে পারছে না। তারা আরো বলেন, আমরা সকলেই এই দুরূদগুলো জানি কিন্তু গাছে বা খুঁটিতে কেন এটা মাথায় আসছে না। 

মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম জানান, এরকম কিছু আমার দৃষ্টিতে পরেনি। তবে এরকম কিছু হয়ে থাকলে তা উদ্বেগজনক।

এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলমের সাথে কথা বললে তিনি বলেন, খোঁজ নিয়ে দেখছি। 

 

 

একুশে সংবাদ/সাকের

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!