AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাল্লায় যুবলীগ নেতাকে হুমকি, থানায় অভিযোগ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৫৯ এএম, ১২ এপ্রিল, ২০২১
শাল্লায় যুবলীগ নেতাকে হুমকি, থানায় অভিযোগ

'৭১ টিভি'তে প্রচারিত 'মামুনুলের স্ত্রীর ফোনালাপ ফাঁস' শিরোনামের একটি অডিও লিংক গত ৪ এপ্রিল শেয়ার করেন যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু। এরপরই ফেসবুকে শুরু হয় অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে সাম্প্রদায়িক ভয়ভীতি প্রদর্শন ও  উস্কানি।পরে থানায় লিখিত অভিযোগ করেন ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা অনিল বরণ চৌধুরীর ছেলে অমিতাভ চৌধুরী। অভিযোগে উল্লেখ করা হয় অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রীতি বিনষ্ট করে নোয়াগাঁও গ্রামের পুনরাবৃত্তি ঘটানোর নিমিত্তে বিভিন্ন ব্যক্তির ফেসবুক একাউন্ট থেকে অশালিন ও আপত্তিকর লেখা পোস্ট করে ভীতি প্রদর্শন করেন। এতে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামসহ আশপাশের গ্রামেও আক্রান্ত হাওয়ার আশঙ্কার কথা অভিযোগে উল্লেখ করেন তিনি।

মামুনুল হকের অনুসারির ১৩জন এই পোস্ট করে ফেসবুকে এমন উস্কানি ও ভীতি প্রদর্শন করায় আতঙ্কিত শাল্লা থানার সাবেক ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপুর পরিবার ও প্রতিবেশীরা। পরে ১০ এপ্রিল রাতে শাল্লা থানায় নিরাপত্তা চেয়ে ১৩জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন তার ছোট ভাই অমিতাভ চৌধুরী।

এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ নূর আলম বলেন , প্রাথমিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


একুশে সংবাদ/না/আ

Link copied!