চট্টগ্রাম ক্লাবের একটি গেস্ট রুম থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাব কর্তৃপক্ষ তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি সূত্র জানায়, রোববার রাতে হারুন অর রশিদ ক্লাবের একটি রুমে অবস্থান নেন। সোমবার সকালে দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্মীরা সংশ্লিষ্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সেনাবাহিনী, সিএমপি এবং সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।
প্রসঙ্গত, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। অবসরের পর তিনি বহুল আলোচিত ডেসটিনি গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলায় তিনি কারাভোগ করেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে