AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৩ এএম, ২৩ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে  দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

জাহিদ জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট। কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি।

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন জানান, ভোরের দিকে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন জাহিদ বাসা থেকে বাইরে বের হয়ে কিছুটা সামনে এগোতেই হঠাৎ একটি ককটেল এসে তার মাথায় আঘাত হানে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

রবিন আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!