AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজালালে বিদেশি যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:২২ পিএম, ২৬ আগস্ট, ২০২৫

শাহজালালে বিদেশি যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন উদ্ধার করেছে। আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR638 থেকে ওই নারী নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফ্লাইট থেকে নামার পর শনাক্ত করা হয়। আটক যাত্রী কারেন পেটুলা স্টাফেল।

পরবর্তীতে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যান ও তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারগুলোতে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে, উদ্ধারকৃত পদার্থ কোকেন।

কাস্টমস জানিয়েছে, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা প্রক্রিয়াধীন। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানাচ্ছেন, বিদেশ থেকে বিপুল পরিমাণ কোকেন দেশে প্রবেশের চেষ্টা এ ঘটনায় ব্যর্থ হয়েছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!