AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৭ পিএম, ১৭ নভেম্বর, ২০২৪

হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা

আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রাজধানীর আসাদগেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনের সামনের সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

এক ঘণ্টা পর সড়ক থেকে সরে যান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।


শিক্ষার্থীরা জানান, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির রেওয়াজ ছিল। করোনার সময় পরীক্ষার বদলে লটারি প্রথা চালু হয়। এরপর থেকে সেই পদ্ধতিতে চলছে নতুন ছাত্র ভর্তি। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, এই পদ্ধতি বাতিল করে পুনরায় মেধা যাচাই প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নিতে হবে। এরই প্রেক্ষিতে সড়কে নামেন তারা।

শিক্ষার্থীরা সড়ক থেকে ফিরে গেলেও দাবি না মানলে পরবর্তীতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!