AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক আটকে বিক্ষোভ করছে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৫ এএম, ১৭ নভেম্বর, ২০২৪

সড়ক আটকে বিক্ষোভ করছে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনে সড়কে অবস্থান নেন। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা।

পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!