সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মনোয়ারুল হক (মোহন) এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজারের সেঞ্চুরি টাওয়ার প্রাঙ্গণে মরমের পরিবারের সদস্যবৃন্দের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম হেদায়েতুর রহিম, প্রয়াত মনোয়ারুল হকের (মোহন) একমাত্র পুত্র আশিকুর হক, গোল্ডেন হোমস সোসাইটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ সহ সারা বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
স্বরণ সভা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

