রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় পিক-আপের চাপায় ইয়াসিন বুলেট (১৯ বছর) বয়সি এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ তিনি বলেন, মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম সড়কের কাজলা জামে মসজিদের পূর্ব পাশে সিটি কর্পোরেশনের কাজ করার সময়ে পিক-আপের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় সে।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বন্ধুর বাবা আব্দুল আলিম জানান, ইয়াসিন তারাবো রোডের পরিবহন শ্রমিক ছিল বলেই জানতাম।তার গ্রামের বাড়ি বরিশাল জেলার,বিমানবন্দর থানার বিল্লুবাড়ি গ্রামের মন্টু হাওলাদার এর ছেলে।
বর্তমানে কদমতলীর ধনিয়া শাহি মসজিদের গলির একটি ভাড়া বাসায় থাকতো সে।
একুশে সংবাদ/এনএস
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
